Logo
Logo
×

বিনোদন

সুস্থ হয়ে ফিরেছেন অভিনেতা জাহিদ হাসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

সুস্থ হয়ে ফিরেছেন অভিনেতা জাহিদ হাসান

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা জাহিদ হাসান। শারীরিক অবস্থার উন্নতি হলে মঙ্গলবার তাকে বাসায় নেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

আহসান হাবীব বলেন, শীতকালে জাহিদ ভাইয়ের এ সমস্যা হয়। এটা বড় কোনো ব্যাপার নয়। এখন তিনি সুস্থ। বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

চলতি সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা।

গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠাণ্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

এরপর ১৭ জানুয়ারি শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান অভিনেতা। তখন তার শারীরিক অবস্থা দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম