Logo
Logo
×

বিনোদন

গুরুতর অসুস্থ সাইফ আলি খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১০:৪২ পিএম

গুরুতর অসুস্থ সাইফ আলি খান

বলিউড তারকা সাইফ আলি খানকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে সাইফকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন হাঁটুর অস্ত্রোপচার চলছে সাইফের। তার স্ত্রী কারিনা কাপুরও হাসপাতালে উপস্থিত রয়েছেন। তার হাঁটু এবং কাঁধের হাড়ে চিড় ধরেছে। তবে কিভাবে এমন গুরুতর চিড় ধরার মতো আঘাত পেয়েছেন সাইফ, এর কারণ এখনো জানা যায়নি।

২০১৬ সালে রেঙ্গুন সিনেমার সেটে আহত হয়েছিলেন সাইফ আলি খান। সেই সময় তার বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন। সেই সময়ও তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার ছোটখাটো অস্ত্রোপচারও করা হয়েছিল। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

‘ক্যাহনা’ সিনেমার একটি দৃশ্যের জন্য সাইফ আলি খানকে বাইক স্টান্ট করতে হয়েছিল। সেই বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে বাইক নিয়ে তিনি উল্টে পড়ে যান। সেই সময় সাইফ পাথরে পড়ে গিয়ে মাথায়ও আঘাত পেয়েছিলেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম