
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ১২:১৫ পিএম
২০ কেজি কমেছে, আরও ৬ কমাতে হবে: সোনম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম

আরও পড়ুন
বলিউড অভিনেত্রী সোনম কাপুর। পারিবারিক পরিচয়, তিনি অনিল কাপুরের কন্যা। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০২২ সালের ২০ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের বেশ আগে থেকেই কাজে বিরতি দিয়েছেন। বলা যায় প্রায় তিন বছর ক্যামেরা থেকে দূরে আছেন।
সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই ওজন বেড়ে গিয়েছিল তার। বিরতির পর এবার পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন এই অভিনেত্রী। প্রস্তুত করছেন নিজেকে। ওজন কমাতে নিয়মিত জিম করছেন।
সম্প্রতি তেমনই একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। খোলাখুলি কথা বলেছেন মাতৃত্বের যাত্রা এবং পথে আসা চ্যালেঞ্জগুলো নিয়ে।
ভিডিও ক্যাপশনে সোনম লিখেছেন, ‘কী মজার, ২০ কেজি কমেছে। আরও ৬ কমাতে হবে’। সন্তান জন্মের পর নিজের মন এবং শরীরের যত্ন নেওয়া কতটা জরুরি সেটাও লিখেছেন সোনম। বলেছেন, ‘নিজের পুরোনো আমিটাকে খুঁজে পেতে আমার ১৬ মাস সময় লেগে গেল’। শরীরের যত্ন নিয়ে অবশ্য আগে থেকেই বেশ সচেতন সোনম।
আরও পড়ুন
>> বাবার দেয়া নাম বদলে ফেললেন সোনম কাপুর!