নুসরাতকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
ফ্ল্যাট প্রতারণার মামলায় টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার এ নির্দেশ দিয়েছে আলিপুর জজ কোর্ট। খবর হিন্দুস্তান টাইমস।
এর আগে একাধিকবার মামলার শুনানিতে নুসরাত হাজির না হয়ে তার আইনজীবীকে পাঠিছেন। এবার আদালত সাফ জানিয়ে দিয়েছে, আদালতকক্ষে সশরীরে হাজিরা দিতে হবে বসিরহাটের তৃণমূল এমপিকে।
২০১৪-২৫ সালে ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ একটি সংস্থার পরিচালক ছিলেন কলকাতার চিত্রনায়িকা নুসরাত। সে সময় ফ্ল্যাট দেওয়ার নাম করে ব্যাংকে কর্মীদের কাছ টাকা নেয় সংস্থাটি। চারশ’র বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লাখ করে টাকা নেয় এ সংস্থাটি। তার পরিবর্তে তাদের ১ হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
কিন্তু সেই ফ্ল্যাট তারা পাননি। এরপর গ্রাহকরা আলিপুর আদালতে মামলা করেন। এরমধ্যে নুসরাত পাম অ্যাভিনিউয়ে একটি ফ্ল্যাট কেনেন। ব্যাংককর্মীরা গড়িয়াহাট থানায় নুসরাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা। ফ্ল্যাট ‘প্রতারণা’র অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল এমপিকে ডেকে পাঠায় ইডি। গত বছর সেপ্টেম্বর মাসে সিজিও কমপ্লেক্সে নুসরাতকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।