Logo
Logo
×

বিনোদন

১০ বছর প্রেম করে বিয়ের পিঁড়িতে সোহিনী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম

১০ বছর প্রেম করে বিয়ের পিঁড়িতে সোহিনী

১০ বছর প্রেম করে বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় সিরিয়ালের নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায়। তার প্রেমিক জয়সূর্য গুপ্ত চাকরির কারণে থাকেন লন্ডনে, তিনি পেশায় ইঞ্জিনিয়ার। 

সন্তোষপুরের মেয়ে সোহিনীর বিয়ে হচ্ছে নিউ গড়িয়া অঞ্চলে। স্কুল জীবন থেকেই তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। শুরু থেকেই তারা প্রেমের সম্পর্ক আড়াল করেননি। সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের একাধিক ছবি রয়েছে। 

এত দিন দূরে থেকে প্রেম করেছেন। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন নায়িকা। চলতি মাসেই তাদের চার হাত এক হবে। দক্ষিণ কলকাতার একটি রেস্তরাঁয় বিয়ে হওয়ার কথা। 

বিয়ে নিয়ে অভিনেত্রী বলেন, ২৭ জানুয়ারি বিয়ে করছি। লং ডিসট্যান্স সম্পর্ক আমার আর ভালো লাগে না। বিয়ে করে এক বছরের জন্য লন্ডনে চলে যাব। কারণ ও ওখানেই থাকে। তবে এখানে আমার কেরিয়ার আছে। তাই বেশি দিন থাকব না। এক বছর পর আবার চলে আসব। জয়সূর্যও এখানে ফিরে আসবে আমার জন্য।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম