Logo
Logo
×

বিনোদন

ফিরে দেখা ২০২৩

বছরজুড়ে ঘটনাপ্রবাহে আলোচনায় ছিলেন তারা

কালের চক্রে বিদায় নিচ্ছে আরও একটি বছর। ২০২৩ সালে বিনোদন জগতে ঘটে যাওয়া নানাবিধ ঘটনা নিয়ে তৈরি সালতামামি আয়োজনের দ্বিতীয় পর্ব ছাপা হলো আজ।

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

বছরজুড়ে ঘটনাপ্রবাহে আলোচনায় ছিলেন তারা

অনেক সময় দেখা যায় শিল্পীরা কাজের চেয়ে অন্যান্য বিষয়ের মাধ্যমে আলোচনায় থাকেন। ২০২৩ সালেও বিনোদন জগতের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা ইন্ডাস্ট্রিতো বটেই, সাধারণ মানুষেরও আলোচনা-সমালোচনার খোরাক জুগিয়েছে।

* আরিফিন শুভ

চলতি বছর ‘ব্ল্যাক ওয়ার : মিশন এক্সটিম-২’ দিয়ে বছর শুরু করেন চিত্রনায়ক আরিফিন শুভ। এরপর বিন্দুর সঙ্গে জুটি বেঁধে হাজির হন ‘উনিশ বিশ’ সিনেমায়। তবে এ বছর শুভ বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত ছিলেন।

* আফরান নিশো

মূলত নাটকের অভিনেতা তিনি। এ বছর সিনেমায় নাম লিখিয়েছেন। মুক্তি পেয়ছে তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমা নিয়ে বেশ আলোচনায় ছিলেন নিশো।

* আজমেরী হক বাঁধন

চলতি বছর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছুঁয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘গুঁটি’ ওয়েব সিরিজ দিয়ে বছর শুরু করেছেন। বছর শেষ করেছেন সানি সনোয়ারের ‘এশা মার্ডার : কর্মফল’-এর শুটিং শুরুর মাধ্যমে। কিন্তু এর মধ্যে আরেকটি অন্যতম বড় অর্জন রয়েছে তার। সেটা হলো চলতি বছরই বাঁধন অভিনীত প্রথম বলিউড সিনেমাও মুক্তি পেয়েছে। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ নামের সিনেমায় দেখা গেছে তাকে।

* মাহফুজ আহমেদ

আট বছরের দীর্ঘ বিরতির পর এ বছর অভিনয়ে নিয়মিত হয়েছেন মাহফুজ আহমেদ। মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। অন্যদিকে চলতি বছরই ওটিটিতে অভিষিক্ত হয়েছেন তিনি। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। তবে বছর শেষ হওয়ার আগেই নতুন চমক দিয়েছেন এ অভিনেতা। আসছে বছর শাবনূরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। সিনেমার নাম ‘মাতাল হাওয়া’।

* অপু বিশ্বাস-শবনম বুবলী

বলা যায় বছরজুড়েই সিনেমার এ দুই নায়িকা আলোচনায় ছিলেন বেশি। তবে সেটা সিনেমা নিয়ে নয়, সাবেক স্বামী নায়ক শাকিব খানকে কেন্দ্র করেই তাদের দুজনের বিবাদ চলমান ছিল পুরো বছর। বছরের শেষদিকে গানবাংলা টিভি চ্যানেলের কর্ণধার তাপসের স্ত্রী মুন্নিকে কেন্দ্র করেও ছিল অপু-বুবলীর বিবাদ চোখে পড়ার মতো। যা ডিবি অফিসে অভিযোগ পর্যন্ত গড়িয়েছে।

* তানজিন তিশা

১৫ নভেম্বর রাতে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শুরুতে হাসপাতালে ভর্তির কারণ আত্মহত্যার চেষ্টা ধারণা করা হলেও, পরে তা ফুড পয়োজনিং বলে ঘোষণা দেন এ অভিনেত্রী। এখানেই শেষ নয়, এ ঘটনার জের ধরে এক সাংবাদিকের বিরুদ্ধে ডিবিতে অভিযোগও করেন তিনি।

* তানিয়া আহমেদ

সংগীতশিল্পী এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদের দীর্ঘ ২৩ বছরের সংসার ভাঙার খবর আসে গত বছর। কিন্তু এ বিচ্ছেদ নিয়ে কেউই সেভাবে মুখ খোলেননি। অবশেষে, চলতি বছর অক্টোবরে তানিয়া আহমেদের একটি সাক্ষাৎকার থেকে এ প্রসঙ্গে আবার আলোচনা শুরু হয়।

* জয়া আহসান

২০২৩ সালের অন্যতম আলোচিত অভিনেত্রী জয়া আহসান। একের পর এক সাফল্য দিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি। চলতি বছর পঞ্চমবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পাঁচ বছর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় ‘দশম অবতার’ নামে একটি সিনেমায় কাজও করেছেন জয়া। শুধু তাই নয়, তার অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’ও মুক্তি পেয়েছে এ বছর। এমনকি ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া অভিনীত পাঁচটি সিনেমা প্রদর্শিত হয়েছে। যার মধ্যে একটি ইরানি সিনেমাও ছিল। এসব নিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি।

* মোস্তফা সরয়ার ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কিন্তু ২০২৩ সালে প্রথমবার অভিনেতা হিসাবে পর্দায় হাজির হয়েছেন তিনি। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দিয়ে নিজ জীবনের গল্প বলেছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম