ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সাধারণত ঠোঁটকাটা স্বভাবের। তিনি মানুষের মুখের ওপর সত্যি কথা বলে দেন। যে কারণে তাকে সবাই অন্যরকম চোখে দেখেন।
২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে যাদবপুর লোকসভা নির্বাচনে সংসদ সদস্য হন মিমি চক্রবর্তী।
ভারতীয় এই অভিনেত্রী বলেন, আমি এমনতেই সবার চক্ষুশূল। যেহেতু মুখের ওপর সত্যিটা বলি, এজন্য আমায় অনেকেই সহ্য করতে পারেন না। সত্যি বলা অপরাধ নয়; কিন্তু অনেকেই আছেন তারা তোমায় বলবে, আমায় সত্যিটা বলিস তো, কিন্তু যেই বলবে ওমনি তাদের মুখ ভার হয়ে যাবে।
‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখা মিমি আরও বলেন, আমি আমার জীবনের অনেক কাছের মানুষকে হারিয়েছি সত্যি কথা বলে। তাতে আমার কোনো দ্বিধা নেই; কিন্তু আমার মা এখন বলেন যে, সব সময় মুখের ওপর সত্যিটা বললেই হয় না, অন্যভাবে বলা যায়। যদিও সেই চেষ্টা এখন আর করি না।