Logo
Logo
×

বিনোদন

‘ফ্ল্যাশব্যাক ৭১’ দিয়ে ফিরলেন বাপ্পারাজ

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ পিএম

‘ফ্ল্যাশব্যাক ৭১’ দিয়ে ফিরলেন বাপ্পারাজ

দীর্ঘদিন পর আবারও সিনেমার পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার এক সময়ের সফল নায়ক বাপ্পারাজ। গেল ১৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক ৭১’। 

গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয় থেকে এই দূরত্ব বলে জানিয়েছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর অত্যাচারে ধর্ষিতা এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে। 

এতে মেজর আকবর চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। তিনি স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। সিনেমাটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন। 

এতে অভিনয় প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘এ সিনেমাটির গল্প ভালো লেগেছে। মনের মতো একটি চরিত্র পেয়েছি তাই কাজটি করেছি। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে। ভালো গল্প ও চরিত্র পেলে আমার কাজ করতে আপত্তি নেই।’ 

এদিকে, কাজ শেষ হয়ে আছে বাপ্পারাজ অভিনীত ‘সিক্রেট এজেন্ট’ নামের একটি সিনেমা। সাফি উদ্দিন সাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির কাজ তিন বছর আগে শেষ হলেও এখনও মুক্তি পায়নি তা। কবে নাগাদ মুক্তি পাবে সেটাও বলতে পারেননি বাপ্পারাজ। নির্মাতার কাছেও এ সিনেমার পরবর্তী আপডেট নিয়ে কোনো তথ্য নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম