Logo
Logo
×

বিনোদন

সায়নীর বিয়েতে টালিপাড়ার একজন নায়ক, তিনি কে? 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম

সায়নীর বিয়েতে টালিপাড়ার একজন নায়ক, তিনি কে? 

ছবি: যুগান্তর

বিয়ে সারলেন অভিনেত্রী সায়নী দত্ত। গত তিন মাস ধরে তারই বিয়ের প্রস্তুতির কথা শোনা যাচ্ছিল। অবশেষে সেই দিনটি এসেই গেল। 

আনন্দবাজার অনলাইনকে সায়নী আগেই জানিয়েছিলেন, পাঞ্জাবিমতে বিয়ে করবেন তিনি। ফোর্ট উইলিয়ামের ভেতর গুরুদ্বারে বিয়ে করলেন অভিনেত্রী। ভিন্টেজ় গাড়িতে করে এলেন সায়নীর বর। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারলেন তিনি। 

ডিজাইনার লাল লেহেঙ্গায় সেজেছিলেন নায়িকা। তবে সেই সঙ্গে মানানসই সোনার গহনা পরেন কনে। অন্যদিকে সায়নীর স্বামী গুরবিন্দরজিৎ সমরার পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি এবং মাথায় ছিল লাল পাগড়ি। দুজনের মুখে দেখা গেল হালকা হাসি। শুক্রবার শুধু ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটাবেন বলে ঠিক করেছেন নবদম্পতি।

পার্ক স্ট্রিটের একটি হোটেলে দুপুরে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার অবশ্য টালিপাড়ার কেউ আসবেন না। সবার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে শনিবার। তবে সেই অনুষ্ঠানে থাকতে পারবেন না অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। শহরে থাকছেন না তিনি। তাই আবীর শুক্রবারই সায়নীর সঙ্গে দেখা করে যাবেন। ফলে সায়নীর বিয়ের দিন ইন্ডাস্ট্রি থেকে শুধু আবীরকেই দেখা যাবে।
গত দুদিন ধরে মেহেদি, আইবুড়ো ভাত, গায়েহলুদ ধুমধাম করে পালন করেছেন নায়িকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শাড়ি পরে আইবুড়ো ভাত খেয়েছেন সায়নী। তবে শুধু কলকাতায় নয়, ১৬ ডিসেম্বর এখানে পার্টি হয়ে গেলেই চণ্ডীগড়ে উড়ে যাবেন নবদম্পতি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম