Logo
Logo
×

বিনোদন

প্রেমিককেই বিয়ে করলেন অভিনেত্রী ভ্রুশিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পিএম

প্রেমিককেই বিয়ে করলেন অভিনেত্রী ভ্রুশিকা

দীর্ঘদিন প্রেমের পর অবশেষে প্রেমিক সৌরভ ঘেডিয়ার সঙ্গে সাতপাকে ঘুরলেন টেলিভিশন অভিনেত্রী ভ্রুশিকা মেহতা। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে নিজেই বিয়ের কথা জানিয়েছেন অভিনেত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভ্রুশিকা সোশ্যালে জয়মালা থেকে শুরু করে সাতপাকে ঘোরার ছবি শেয়ার করেছেন। বিয়ের আনন্দে নাচতে দেখা গেছে নবদম্পতিকে।

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ও ‘দিল দোস্তি ডান্স’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ভ্রুশিকা। 

বিয়ের একাধিক ছবি সোশ্যালে পোস্ট করে তিনি লিখেছেন, ‘পরিবারের উষ্ণতা, বন্ধুদের হাসি ও চারপাশের সবার আশীর্বাদের সঙ্গে আমরা একে-অপরের হৃদয়ে ঘর খুঁজে পেয়েছি। আর হ্যাঁ বলাটা এখন সারাজীবনের জন্য প্রতিশ্রুতি হয়ে গেল।’

আরও পড়ুন: অবশেষে জানা গেল পপির স্বামী-সন্তানের পরিচয়!

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর বাগদান সেরেছিলেন ভ্রুশিকা ও সৌরভ। এর ঠিক এক বছর পর সাতপাকে ঘুরলেন তারা। অভিনেত্রীর স্বামী সৌরভ টরন্টোভিত্তিক একটি প্রতিষ্ঠানের সফটওয়ার ইঞ্জিনিয়ার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম