ইউটিউবে সাব্বির অর্নব ও মাহিমার নতুন নাটক
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ এএম
বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পী সাব্বির অর্নব ও মাহিমার নতুন একটি নাটক সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে। নাটকের নাম ‘আমার পরাণ তুই’। এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
নাটকের গল্পে দেখা যাবে, বড় ভাইয়ের শ্যালিকার সঙ্গে ছোট ভাইয়ের প্রেম মেনে নেয় না দুই পরিবার। এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব।
এতে অভিনয় প্রসঙ্গে সাব্বির অর্নব বলেন, ‘দারুণ গল্পের একটি নাটক। রোমান্টিক ঘরানার হলেও এতে অনেক রসদ আছে। দর্শকরা দেখে মজা পাবেন।
মাহিমা বলেন, নাটকটিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকরাও আনন্দ পাবেন।
নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরি আলম, রেশমা আহমেদ, মারজান সুমি, বাসার বাপ্পী, ইমরান আজান, রিয়াদ তালুকদার, টিএ তুহিনসহ অনেকেই।
জিয়াউদ্দিন আলম জানিয়েছেন, তিনি আরও কয়েকটি নাটক নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। শিগগিরই সেগুলোর শুটিং শুরু করবেন।