জিতের সঙ্গী হয়ে কলকাতার প্রেক্ষাগৃহে মিম
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০১:০০ এএম
বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দারকে দিয়ে একটি সিনেমা বানিয়েছেন কলকাতার চিত্রনায়ক জিৎ। সিনেমাটি প্রযোজনাও করেছেন তিনি। এতে জিতের বিপরীতে নায়িকা হিসাবে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটি গতকাল ভারতে মুক্তি পেয়েছে।
জানা গেছে, এ সিনেমায় এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মিম।
গল্পে তাকে দেখা যাবে, জিতের বিভিন্ন কর্মকাণ্ডের হেতু খুঁজতে মরিয়া।
এ চরিত্রে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘ছবিটির গল্প, চরিত্র পছন্দ হয়েছিল আমার। বিশেষ চরিত্রে হলেও এটি খুবই গুরুত্ব বহন করে। দারুণ কিছু শট রয়েছে। আমার বিশ্বাস, ব্যাপ্তি কম হলেও চরিত্রটি দর্শকদের নজর কাড়বে।’
তবে সিনেমাটি মুক্তি উপলক্ষে কলকাতায় যেতে পারেননি মিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কলকাতা থেকে জিৎদাসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকেই ফোন দিয়েছিলেন। আমি সবার কাছে ক্ষমা চেয়েছি। এই সময়ে ঢাকায় একটি ইভেন্ট আগে থেকে চূড়ান্ত থাকায় আমি কলকাতায় যেতে পারছি না। এর জন্য ভীষণ মন খারাপ আমার। তবে আমি সবাইকে কথা দিয়েছি, বাংলাদেশে সিনেমাটি মুক্তির সময় এবং সব ধরনের প্রচার-প্রচারণায় আমি থাকব। এমনিতে পশ্চিমবঙ্গের দর্শক বরাবরই আমাকে ভালোবাসা দিয়েছেন। এ সিনেমাটিও তাদের ভালোবাসা পাবে বলে আশা করছি।’
অবশ্য এর আগেও জিতের বিপরীতে ‘সুলতান: দ্য সেভিয়ার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন মিম।