Logo
Logo
×

বিনোদন

যে কারণে কিয়ারার সঙ্গে বিয়ের ভিডিও ভাইরাল করতে চাননি সিদ্ধার্থ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১১:৫২ এএম

যে কারণে কিয়ারার সঙ্গে বিয়ের ভিডিও ভাইরাল করতে চাননি সিদ্ধার্থ

ছবি: সংগৃহীত

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার আলিয়ার সঙ্গে প্রেমটা পরিণতি পায়নি। তবে কিয়ারা আদভানির সঙ্গে প্রেম পূর্ণতা পেয়েছে।  

গত বছর ৭ ডিসেম্বর জয়সলমেরে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ-কেয়ারা। এর পর তারকা দম্পতি সেখান থেকে পৌঁছান দিল্লিতে। ৯ ডিসেম্বর সেখানেই ছিল তাদের প্রথম রিসেপশন। তার পর ১২ ডিসেম্বর ছবি সিদ্ধার্থ-কিয়ারার মুম্বাই রিসেপশন। সেখানে হাজির ছিলেন বলিউডের বড় বড় তারকারা। 

সিদ্ধার্থ-কেয়ারা রাজস্থানের সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের নানান মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সিদ্ধার্থ সেটিকে ভাইরাল করতে চাননি। 

সিদ্ধার্থ বলছেন, তিনি নাকি কখনো চাননি, তাদের বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে আসুক। 
সিদ্ধার্থ আরও বলেছেন, এ বিষয়টি একেবারেই পরিকল্পিত ছিল না। আমি বিয়ের ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিরুদ্ধে ছিলাম। এ ক্ষেত্রে মণীশ ও কিয়ারাকেই কৃতিত্ব দেওয়া ভালো। 

ওরাই বলে, এটা বের করা যাক। কারণ আমি ভেবেছিলাম এটি বাধ্যতামূলক মনে হতে পারে এবং আমরা এটি দিচ্ছি। আমার মনে হয়েছিল এই ভিডিও পোস্ট করলে এটা জোর করে করা হয়েছে বলে মনে হতে পারে।

প্রসঙ্গত, কফি উইথ করণের ৮ সিজনে সিদ্ধার্থ ছাড়াও দেখা গেছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, সারা আলি খানসহ অনেক তারকাকে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম