Logo
Logo
×

বিনোদন

গোধূলি বেলায় সাগরপাড়ে মেহজাবিন নিশো

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম

গোধূলি বেলায় সাগরপাড়ে মেহজাবিন নিশো

ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে আসছে নতুন ওয়েব ফিল্ম 'নীল জলের কাব্য'। শিহাব শাহীন পরিচালিত এবং আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্মটি আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে।

এ উপলক্ষ্যে আইস্ক্রিন একটি পোস্টার প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, গোধূলি বেলায় সাগরপাড়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিশো ও মেহজাবিন।

আরও পড়ুন: ক্যাটরিনার শরীরে তোয়ালে জড়ানো দৃশ্য ধারণে সময় লাগে ১৪ দিন

পরিচালক শিহাব শাহীন বলেন, এই কনটেন্টে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তা ছাড়া নিশো ও মেহজাবিন জুটির ভক্ত আছেন অনেক। তারা ছাড়াও সাধারণ দর্শকও কনটেন্টটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, এক মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কনটেন্ট। যখন কনটেন্টটির শুটিং হচ্ছিল তখনো ওটিটি এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। এর পর কোভিড আসে। চারবার শুটিং ক্যানসেল করতে হয়। পরে আইস্ক্রিনের জন্য এই ওয়েব ফিল্মটি নির্মাণ করা হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম