অনাকাঙ্ক্ষিত ঘটনায় হঠাৎ বন্ধ হয়ে যাওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। তবে মাঠে ব্যাট-বল নিয়ে তারকারা মেতে উঠলেও গ্যালারি ছিল দর্শকশূন্য।
সকালে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বসেছে এ আসর।
গত ২৮ সেপ্টেম্বর শুরু হয় সিসিএলের প্রথম আসর; কিন্তু দ্বিতীয় দিনই ঘটে ঝামেলা। নির্মাতা দীপংকর দীপনের দলের ওপর হামলা চালায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজের টিমের কয়েক সদস্য। এ ঘটনায় বন্ধ হয়ে যায় খেলা। পুরো আয়োজন ঘিরেই দেখা দেয় অনিশ্চয়তা। তবে আয়োজকরা আশ্বস্ত করেন, হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পুনরায় খেলাও অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, গত ২৯ সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে খেলা যেখানে স্থগিত হয়েছিল, সেখান থেকেই নতুন করে শুরু হবে। বাকি থাকা নির্ধারিত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর যথানিয়মে হবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।
আয়োজক কমিটির সদস্য অর্ণিল হাসান রাব্বি বলেন, লিগের আটটি দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর আমরা মঙ্গলবার খেলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। এই এক দিনেই ফাইনালসহ বাকি থাকা সব ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিসিএলের মোট আটটি দল অংশ নিয়েছে। প্রতি দলে পুরুষ ও নারী তারকা মিলিয়ে ১৬ জন সদস্য রয়েছেন। তবে মাঠে খেলতে পারবেন আটজন। এর মধ্যে অন্তত দুজন নারী সদস্যের অংশগ্রহণ আবশ্যক।
মাঠে সিয়াম আহমেদ, মুমতাহিনা টয়া, তৌসিফ মাহবুব, সারিকা, সাইমন সাদিক, বাপ্পী চৌধুরীর মতো তারকারা খেলছেন; কিন্তু গ্যালারি যেন মরুভূমির মতো হাহাকার। নেই দর্শক, নেই খুব বেশি উত্তেজনা, তবু নিয়ম রক্ষার একটা আয়োজন চলছে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।
হাতেগোনা কয়েকজন দর্শক চার-ছয়ের সঙ্গে চিৎকার করলেও সেসব ছাপিয়ে কানে বাজে সাউন্ড সিস্টেমের শব্দই। আয়োজক কমিটি থেকে অবশ্য ব্যাখ্যা দেওয়া হয়েছে- সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এবার দর্শক ঢুকতেও বিধি-নিষেধ জারি আছে। তবে যেসব তারকা খেলছেন তারা সবাই প্রাণবন্তভাবেই অংশ নিচ্ছেন প্রতিটি ম্যাচে।