Logo
Logo
×

বিনোদন

বিয়ের নাটকে আরশ ও মুনমুন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০২:৩৩ এএম

বিয়ের নাটকে আরশ ও মুনমুন

এ প্রজন্মের দুই অভিনয়শিল্পী আরশ খান ও মুনমুন আহমেদ মুন। এরমধ্যে আরশ খান সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই কাজ করছেন। মুনকেও নাটকের পাশাপাশি সিনেমার পর্দায় দেখা গেছে।

সম্প্রতি এ দুই অভিনয়শিল্পী জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘ইচ্ছে থাকলে বিয়ে হয়’।

এটি রচনা করেছেন শাহাজাদা শাহেদ ও পরিচালনা করেছেন রাশেদুল কবির রিমন। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে আরশ খান বলেন, ‘এটি পারিবারিক গল্পের নাটক, কিন্তু একটু আলাদা। মুনমুনের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। এ কাজটিও খুব ভালো হয়েছে।’

মুনমুন বলেন, ‘অভিনয়ে আমি এখনো একেবারেই নতুন। চেষ্টা করছি অভিনয় সত্ত্বাকে ভালো করার। এ নাটকটির গল্প আমার কাছে ভালো লেগেছে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই একটি ওটিটি প্লাটফরমে প্রচার হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম