প্রভাসের সঙ্গে টক্কর এড়াতেই কি পিছিয়ে গেলেন শাহরুখ?
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০১:৫১ পিএম
![প্রভাসের সঙ্গে টক্কর এড়াতেই কি পিছিয়ে গেলেন শাহরুখ?](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/10/13/image-728416-1697183474.jpg)
একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে রীতিমতো টালটামাল ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাসের রাজত্ব। অন্যদিকে দীর্ঘ সাড়ে চার বছর পর পর্দায় ফিরেই নিজের সিংহাসন দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
একদিকে শাহরুখ-হিরানি জুটির তুমুল প্রত্যাশিত সিনেমা ‘ডানকি’, অন্যদিকে প্রভাস-প্রশান্ত নীলের ‘সালার’। আগামী ২২ ডিসেম্বর সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা ছিল। একই দিনে এ দুই সিনেমার মুক্তির খবরে ভারতের প্রেক্ষাগৃহগুলোতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল।
কিন্তু ট্রেড অ্যানালিস্টদের মতে, এটা একদমই ঠিক হবে না। দুটো বড় ছবি একই সময় মুক্তি পেলে দুটো ছবিরই আর্থিক ক্ষতি হবে। ৩০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে ছবি দুটির। তাই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা শোনা না গেলেও কানাঘুষায় শোনা যাচ্ছে— এ বছরের শেষে মুক্তি পাবে না ডানকি। এটা ২০২৪ সালে আসতে পারে। বর্তমানে এই ছবির পোস্ট প্রোডাকশন কাজ চলছে বলেই মনে করা হচ্ছে। যদি পুরো কাজ সময়ে শেষ হয়ে যায় তা হলে নির্ধারিত সময়ই মুক্তি পেতে পারে ডানকি।
লেটস সিনেমা নামক একটি পোর্টালের তরফে জানানো হয়েছে, শাহরুখ খানের ছবিটির মুক্তি পিছিয়ে যেতে পারে। যদি সত্যি সেটা হয়, তা হলে সালারের জন্য যে সেটা খুশির খবর সেটা বলাই যায়।
একেই ডিসেম্বর মাসে এক গাদা বিগ বাজেট ছবি বেরোচ্ছে হিন্দি-বাংলা মিলিয়ে। তবে যদি ডানকি ও সালার একসঙ্গে মুক্তি পায়, তা হলে যে ধুন্ধুমার একটা ব্যাপার হবে সেটা বলাই যায়।
জওয়ান ছবির মুক্তির দিনও অনেকটাই পিছিয়ে দেওয়া হয়। প্রথমে ছবিটি আগস্টে আসার কথা থাকলেও ভিএফএক্স নিয়ে আরও বেশি কাজ করার প্রয়োজন বলে সেটাকে পিছিয়ে সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়। এবার সেই একই জিনিস ডানকির ক্ষেত্রেও হয় কিনা সেটাই দেখার। যদিও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে অনেক লোক নিয়োগ করা হচ্ছে। তাই শাহরুখ ভক্তরা দাবি করছেন যে ডানকির রিলিজ ডেট পিছবে না। বরং সময়েই মুক্তি পাবে এটি।
রাজকুমার হিরানি এ ছবি পরিচালনা করেছেন। এই প্রথম তিনি এবং শাহরুখ একসঙ্গে কাজ করলেন। এখানে শাহরুখের বিপরীতে তাপসী পান্নুকে দেখা যাবে। শীতের ছুটিতে আপাতত মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে মুক্তির দিন পিছবে কিনা এখনো জানানো হয়নি।