
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম
মা হওয়ার খবরে মুখ খুললেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ পিএম

আরও পড়ুন
একটি ছবিকে কেন্দ্র করে অভিনেত্রী বিদ্যা বালানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কয়েক দিন আগে গুঞ্জন ওঠে, কন্যা সন্তানের মা হয়েছেন বিদ্যা বালান। বিয়ের ১১ বছর কেটে যাওয়ার পরও সন্তান না নেওয়ায় এ খবর যেন মূহূর্তেই ছড়িয়ে পড়ে। আরও শোনা যায়, মা হওয়ার খবরটি এতদিন লুকিয়ে রেখেছিলেন।
ছবিতে দেখা যায়, এয়ারপোর্টে বিদ্যার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন একটি বাচ্চা মেয়ে। এ ছবির ক্যাপশনে লেখা ছিল—‘মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা।’
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ২০১২ সালে সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যুগ পার করতে চলেছেন এই যুগল। এখনো সন্তান নেননি তারা।
সব আগ্রহের অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন বিদ্যা বালান। এইচটি সিটিকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এটা আমার বোনের মেয়ে ইরা। ওরা যমজ ভাই-বোন। ছেলে রুহান আর মেয়ে ইরা।
বিদ্যা সম্পর্কে খালা হলেও বোনের দুই সন্তানকে অনেক ভালোবাসেন। আদর করে এই দুইজনকে ‘টুইন লাইফলাইন’ বলে ডাকেন তিনি।
বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিয়ত’। গত ৭ জুলাই মুক্তি পায় এটি। সিনেমায় একজন নারী গোয়েন্দার চরিত্রে অভিনয় করেন বিদ্যা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী প্রমুখ।