Logo
Logo
×

বিনোদন

সুশান্তকে মাদক সরবরাহ: ৩ বছর পর মুখ খুললেন রিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০১:১১ পিএম

সুশান্তকে মাদক সরবরাহ: ৩ বছর পর মুখ খুললেন রিয়া

মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে ২০২০ সালের জুন মাসে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। তার মৃত্যু নিয়ে শুরু হয় তোলপাড়। অভিনেতা কি আত্মহত্যা করেছেন? নাকি তার মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য? 

তদন্ত এগোতে থাকলে অভিনেতার মৃত্যুর সঙ্গে মাদকচক্রের যোগ সন্দেহে গ্রেফতার করা হয় তার তৎকালীন প্রেমিকা বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। প্রায় এক মাস জেলে ছিলেন রিয়া। তিনিই সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। সম্প্রতি এক অনুষ্ঠানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিলেন রিয়া। পাশপাশি জানালেন, প্রতিটা দিন তিনি মিস করেন সুশান্তকে।

ওই সাক্ষাৎকারে রিয়া দাবি করেন, তিনি পিতৃতান্ত্রিক সমাজের নিয়ম মানতে নারাজ। পাশাপাশি মাদক প্রসঙ্গে বলেন, ‘আমি আসলে মাদক নিয়ে কথা বলতে চাই না। এমনকি এনসিবি নিয়ে কোনো কথা বলতে চাই না। এ বিষয়টি নিয়ে কথা বলাটা এবার বন্ধ হোক।’

সুশান্তের মৃত্যুর পর যে পরিস্থিতির মধ্য দিয়ে পার হতে হয়েছে, সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘একটা সময় ছিল যেখানেই যেতাম, মনে হতো লোকে যেন আমাকে করুণা করছে। যখন নতুন লোকেদের সঙ্গে কথা বলি, মনে হয় যেন তাদের মনের কথা শুনতে পাচ্ছি। মাঝে মাঝে লোকজন আমার দিকে তাকায়, ভাবে আমিই অপরাধী।’ 

আরও পড়ুন: এবার নিজের ছবি নিয়ে ট্রলের মুখে ঐশ্বরিয়া

তবে সুশান্তের মৃত্যু তার ব্যক্তিগত ক্ষতের জায়গা বলেই জানিয়েছেন এই নায়িকা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম