জ্যাকুলিনকে কটাক্ষ, জেল থেকেই আইনি নোটিশ সুকেশের

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ এএম

২০০ কোটি রুপির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই দিন কাটছে ধনকুবের কনম্যান সুকেশ চন্দ্রশেখরের। তবে জ্যাকুলিনকে যেন তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না। গত দুই বছর ধরে জেলে তিনি। তবু প্রেমিকা জ্যাকুলিনের ভালোমন্দে যেন ঢাল হয়ে রয়েছেন তিনি। সম্প্রতি জ্যাকুলিনের ছবিতে কটাক্ষ করায় গায়ক মিকা সিংহকে আইনি নোটিশ পাঠালেন সুকেশ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি বিদেশ গিয়েছিলেন জ্যাকুলিন। সেখানেই হলিউডের অভিনেতা জিন-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেই ছবিতে গিয়ে মন্তব্য করেন মিকা।
গায়ক লেখেন, ‘তোমাকে সুন্দর লাগছে, পাশের জন সুকেশের তুলনায় ভালো।’ যদিও মন্তব্যটি করে মুছে দেন মিকা। তবে ততক্ষণ রীতিমতো ছড়িয়ে পড়ে সেই মন্তব্যটি। তার পরই সুকেশের আইনজীবীর তরফ থেকে নোটিশ পৌঁছায় মিকার কাছে। সেখানে বলা হয়, সামাজিকমাধ্যমে তার মক্কেল সুকেশকে কালিমালিপ্ত করা হয়েছে।
মিকাকে সতর্ক বাণী দিয়ে সুকেশ বলেন, ‘আমার জীবন খোলা বইয়ের মতো। মিকা যদি ভবিষ্যতে আমার ব্যক্তিগত জীবনে অনধিকারচর্চা করার চেষ্টা করেন, তার পরিণতি ভালো হবে না।’
মিকাকে সর্বস্বান্ত করে ছাড়বেন বলে হুমকি দেন সুকেশ। গায়কের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই নাকি জনসমক্ষে নিয়ে আনবেন, এমন হুমকিও দেন।
আরও পড়ুন: বলিউডে কাজ পেতে যে মাশুল দিতে হয়েছে শেহনাজ গিলকে
শেষে সুকেশ লেখেন, ‘জ্যাকি আমার বেবি, আমার সোনা, তোমাকে পাগলের মতো ভালবাসি। কোনো ধরনের নেতিবাচক জিনিসে কান দেবে না। আমি আছি, তোমার হয়ে সব ঝামেলা সামলে দেব। শুধু তুমি আর তুমি গুরুত্বপূর্ণ। তোমাকে বড্ড মিস করছি, আর তর সইছে না।’