Logo
Logo
×

বিনোদন

মা হলেন কণ্ঠশিল্পী সিঁথি, দিলেন বিষাদের খবরও

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৩৩ পিএম

মা হলেন কণ্ঠশিল্পী সিঁথি, দিলেন বিষাদের খবরও

মা হয়েছেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা। ১৯ সেপ্টেম্বর সিঁথির কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। নাম রেখেছেন সামারা জয়ী।

সিঁথি সাহা বৈবাহিক সূত্রে অনেক বছর আগে থেকেই নিউজিল্যান্ডের পাসপোর্ট বহন করছেন। নবজাতক ইস্যুতে উন্নত সেবা ও সুবিধা নিতেই ঢাকা থেকে গত আগস্টে নিউজিল্যান্ড যান সিঁথি। সেখানকার অকল্যান্ড সিটি হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার সিঁথি নিউজিল্যান্ড থেকে ফোনে গণমাধ্যমকে বলেন, গতকালই (৪ অক্টোবর) আমরা মা-মেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। টানা ১৪ দিন হাসপাতালে ছিলাম। কারণ ও নির্দিষ্ট সময়ের একমাস আগেই পৃথিবীতে এসেছে। স্বস্তির বিষয় আমরা দুজনেই এখন সুস্থ আছি। বাসায় ফিরেছি। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই।

সামারা জয়ীকে নিয়ে বাকি জীবন নিউজিল্যান্ডেই বসতি গড়বেন সিঁথি, তেমন মেয়ে নন তিনি। নভেম্বরেই জয়ীকে নিয়ে দেশে ফিরছেন। জানালেন, ডিসেম্বরের মধ্যে গানেও নিয়মিত হবেন। করবেন টিভি সঞ্চালনাও।

অনেকটা সবার অলক্ষ্যে কেন এই মাতৃত্বের স্বাদ নিয়েছেন সিঁথি। জবাবে জানালেন বিষন্ন এক বাস্তবতার কথা।

সিঁথি বলেন, গত বছর (২০২২) একটি খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি জানতে পারলাম আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হই। চিকিৎসা চলছিল। 

কিন্তু বার বার মনে হতে লাগলো, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব রেখে যেতে যাই এই সুন্দর পৃথিবীতে। সেই সিদ্ধান্ত থেকেই কনসিভ করা। 

যেহেতু আমার শরীর ভালো ছিলো না, কঠিন চিকিৎসারের মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো চোখ মেলাতে পারবো কি না, সে বিষয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আমার আর কিছুই চাওয়ার নেই, হারাবার নেই। আমাদের জন্য দোয়া করবেন সবাই।   

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম