Logo
Logo
×

বিনোদন

আশায় বুক বেঁধেছেন সালমান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১০:০০ এএম

আশায় বুক বেঁধেছেন সালমান

পর পর দুই সিনেমা (পাঠান ও জওয়ান) দিয়ে বলিউডে শাহরুখ খানের সাফল্যের পর আশায় বুক বেঁধেছেন বলিউড ভাইজান সালমান খান। শাহরুখের সিনেমা দুটি হাজার কোটি টাকার রেকর্ডের ইতিহাস গড়ে ফেলেছে। তাও আবার পাঁচ বছর পর পর্দায় ফিরে। 

অন্যদিকে বলা যায়, নিয়মিত পর্দায় থেকেও সালমান খান গত কয়েক বছরে শুধুই ফ্লপের তালিকা লম্বা করেছেন। সর্বশেষ তার অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাটিও বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। শাহরুখের এমন সাফল্যের পর ‘টাইগার-৩’ দিয়ে আশায় বুক বেঁধেছেন বলিউড ভাইজান। 

২০১২ সালে মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম সিনেমা ‘এক থা টাইগার’। এর পাঁচ বছর পর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’। ছয় বছরের বিরতি নিয়ে এবার আসছে ‘টাইগার-৩’। এরই মধ্যে সিনেমার টিজার প্রকাশ হয়েছে। যেটা দেখে গল্প সম্পর্কে কিছুটা আন্দাজ করা যায়। সিনেমায় সালমানের একটি সংলাপ রয়েছে। 

যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে— টাইগার গাদ্দার। দেশের সঙ্গে গাদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, গাদ্দার না দেশভক্ত? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’ 

আরও পড়ুন: একইদিনে মুক্তি পাচ্ছে সালার-ডানকি

যদিও সংলাপটি ততটা দর্শকপ্রিয় হয়নি। তবু ভক্তরা অপেক্ষায় আছেন, তাদের প্রিয় অভিনেতা নিশ্চয়ই আলাদা কিছু করে দেখাবেন। আর সালমানও একটি ব্লকবাস্টারের অপেক্ষায়। যথারীতি এ সিনেমায়ও নায়িকা ক্যাটরিনা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম