Logo
Logo
×

বিনোদন

যে কারণে ১৭ বছর বয়সে বাড়ি ছাড়েন পরিণীতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম

যে কারণে ১৭ বছর বয়সে বাড়ি ছাড়েন পরিণীতি

বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিন্তু ক্যারিয়ার গড়ে তুলতে চেয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রে। সে কারণে ১৭ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান। অদৃষ্টের টানে অভিনয়জগতে ফিরে আসার পর ছবি ব্যর্থ হলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলি তারকা পরিণীতি। 

১৯৮৮ সালের ২২ অক্টোবর হরিয়ানার অম্বালায় জন্ম পরিণীতির। হরিয়ানায় স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি দেন তিনি।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল পরিণীতির। দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম তিনের মধ্যে থাকত পরিণীতির নাম। এমনকি একটি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করার কারণে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটেলের কাছ থেকে পুরস্কারও পান পরিণীতি।

১৭ বছর বয়সে লন্ডনে যান পরিণীতি। ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলে ব্যবসা, অর্থনীতি এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। তিনটি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর সেখানে গানবাজনা নিয়েও পড়েন পরিণীতি।

কলেজে পড়াকালীন সেখানকার ফুটবল ক্লাবের সঙ্গে কিছু সময়ের জন্য কাজ করেন পরিণীতি। এমনকি ম্যাচ চলাকালীন খাবার সরবরাহের দায়িত্বেও থাকতেন তিনি।

ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখেছিলেন পরিণীতি। কলেজের পড়াশোনা শেষ করে লন্ডনেই চাকরি খুঁজতে শুরু করেন তিনি। কিন্তু ২০০৯ সালে ব্রিটেনে অর্থনৈতিক মন্দার ফলে চাকরির আকাল দেখা যায়। ফলে সেখানে হাজার চেষ্টা করেও চাকরি পাচ্ছিলেন না তিনি। বাধ্য হয়ে তাকে মুম্বাইয়ে ফিরে আসতে হয়।

মুম্বাইয়ে ফেরার পর বলিপাড়ার খ্যাতনামা প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের দপ্তরে জনসংযোগ পরামর্শদাতা (পাবলিক রিলেশন্স কনসালট্যান্ট) হিসেবে কাজ করা শুরু করেন পরিণীতি।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির প্রচারের দায়িত্বে ছিলেন পরিণীতি। সেই সময় অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তার। প্রযোজনা সংস্থার চাকরি ছেড়ে তিনি অভিনয় শিখতে প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হন।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেডিস ভার্সেস রিকি ভেল’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় পরিণীতিকে। বক্স অফিসে এই ছবি তেমন ব্যবসা করতে পারেনি।

২০১২ সালে যশরাজ ফিল্মসের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইশকজাদে’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান পরিণীতি। বনি কাকুরের পুত্র অর্জুন কাপুর এই ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন। এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পান পরিণীতি।

আরও পড়ুন: বিয়ের ওড়নায় রাঘবের নাম লিখলেন পরিণীতি

বর্তমানে নতুন সংসার নিয়ে ব্যস্ত পরিণীতি। পাশাপাশি ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে তার ছবিও মুক্তি পেতে চলেছে। টিনু সুরেশ দেশাইয়ের পরিচালনায় মুক্তি পাচ্ছে ‘মিশন রানিগঞ্জ’। এই ছবিতে পরিণীতির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম