Logo
Logo
×

বিনোদন

রাখির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তনুশ্রীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৪ এএম

রাখির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তনুশ্রীর

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের কারণে দুই যুবক আত্মহত্যা করেছেন বলে বিস্ফোরক অভিযোগ করলেন আরেক অভিনেত্রী তনুশ্রী দত্ত।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন তিনি। 

তনুশ্রী বলেন, ‘রাখি সবময়ই মিথ্যা কথা বলে। ওর কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। একেবারেই সাইকোপ্যাথ। রাখির সঙ্গে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্যাও করেছে। সেই মামলা আদালতে উঠতে দেয়নি রাখি। সে আসলে একটা ডাইনি

‘আশিক বানায়া’ খ্যাত অভিনেত্রী আরও বলেন, ‘রাখির কারণে দুই যুবক আত্মহত্যা করেছে। তাদের পরিবারের সদস্যরা রাখির বিরুদ্ধে লড়তে পারেনি। রাখির বিরুদ্ধে মামলাও হয়েছিল, অভিযোগ আনা হয়েছিল আত্মহত্যা প্ররোচনার।’

সম্প্রতি স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আলোচনার সৃষ্টি করেন রাখি। এর মধ্যেই কিছুদিন আগে ওমরাহ পালন করে দেশে ফেরেন তিনি। 

ভারতে ফিরেই তিনি সরাসরি বলে দিলেন কেউ যেন তাকে রাখি নামে না ডাকে। তার এসকল কর্মকাণ্ডের প্রেক্ষিতেই অভিনেত্রীকে একহাত নিলেন তনুশ্রী দত্ত। 

রাখিকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করে এই অভিনেত্রী আরও বলেন,  ‘রাখি একজন আক্রমণাত্মক ব্যক্তি যিনি একজন পুরুষ মানুষের মতো লড়াই করেন। রাখি দুষ্ট এবং যখন সে বুঝতে পারে যে সে ধরা পড়তে চলেছে তখন সে উল্টে যায়।’
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম