Logo
Logo
×

বিনোদন

কপিরাইট আইনে মামলা করলেন কণ্ঠশিল্পী শাফিন 

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম

কপিরাইট আইনে মামলা করলেন কণ্ঠশিল্পী শাফিন 

অনুমতি ছাড়া শতাধিক গান প্রচার করার অভিযোগে কপিরাইট আইনে মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদ দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আসামিরা হলেন কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেডের এমডি আশিকুন নবী ও পরিচালক আশিফুন নবী।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে তিনি এ মামলা করেন। আগামী ৫ নভেম্বর আসামিদের হাজির হতে সমন জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুমতি ছাড়া গান প্রচারের অভিযোগে শাফিন কপিরাইট আইনে মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, কণ্ঠশিল্পী শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, অ্যাপল মিউজিক প্রচার করে অপরাধ করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম