Logo
Logo
×

বিনোদন

দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন টাইগার শ্রফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ এএম

দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন টাইগার শ্রফ

নব্বইয়ের দশকের শেষ দিকে গোবিন্দ আর কারিমশা কাপুরের মজার-হাসির আর প্রেমের নানা কাণ্ড কারখানা নিয়ে সিনেমা যার নাম 'হিরো নাম্বার ওয়ান'। ২৬ বছর পর সেই একই নামে নতুন করে আরেকটি সিনেমা আসছে বলিউডে। তবে নতুন 'হিরো নাম্বার ওয়ান’র গল্প এবং পাত্রপাত্রী একেবারে আলাদা। এ সিনেমাটি প্রথমটির সিক্যুয়েল নয়। খবর হিন্দুস্তান টাইমসের।

নতুন ‘হিরো নাম্বার ওয়ান' সিনেমায় দুই নায়িকা আর এক নায়ক। তারা হলেন বলিউডের তরুণ অভিনেতা টাইগার শ্রফ। তার দুই নায়িকা হলেন পাশমিনা রোশান ও সারা আলি খান।

মাসখানেক ধরেই শোনা যাচ্ছিল জ্যাকিপুত্রের নতুন সিনেমা আসছে। এবার সিনেমার নাম ও নায়িকা সমাচার জানাল ভারতীয় সংবাদমাধ্যম।

অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় টাইগারের মূল নায়িকা পাশমিনা বলিউড তারকা হৃত্বিক রোশানের চাচাতো বোন। । সংগীত পরিচালক রাজেশ রোশান তার বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে লন্ডনে সিনেমাটির মূল শুটিং শুরু হতে পারে। তবে সিনেমার অ্যাকশন দৃশ্যের কিছু শুটিং ভারতে এরই মধ্যে করে ফেলেছেন টাইগার।

আরও পড়ুন: শাহরুখের ওপর আমার ‘বিশেষ’ অধিকার আছে, কেন বললেন দীপিকা

'হিরো নাম্বার ওয়ান' পর্দায় আসবে ভগনানি প্রোডাকশনের ব্যানারে। নির্মাতা জগন শক্তি সিনেমাটি তৈরির দায়িত্ব নিয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম