Logo
Logo
×

বিনোদন

ডেঙ্গু আক্রান্ত সাবিলা নূর

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম

ডেঙ্গু আক্রান্ত সাবিলা নূর

এবার ডেঙ্গু আক্রান্ত হলেন মডেল ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বার্তায় নিজেই অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ সময় অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠতে সবার কাছ থেকে দোয়া চেয়েছেন তিনি। শুধু তাই নয়, হাতে ক্যানোলা লাগানো অবস্থায় একটি ছবিও আপলোড করেছেন সাবিলা। ক্যাপশনে লিখেছেন, কিছুক্ষণের জন্য আপনাদের হৃদয়ে আমাকে রাখুন। 

জানা গেছে, প্রথমে বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু মঙ্গলবার অবস্থার অবনতি হলে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

সাবিলার অসুস্থতার বিষয়ে তার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাবিলার জ্বর ছিল। বাসায়ই চিকিৎসা নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে প্রেসার লো হওয়ায়, হাসপাতালে ভর্তি করাই। আপাতত সাবিলার অবস্থা কিছুটা ভালো। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম