
শতাধিক মিউজিক্যাল ফিল্মে মডেল হিসাবে অভিনয় করেছেন। গান লিখেছেন পঞ্চাটিরও বেশি। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের বাজির ঘোড়া কাতার প্রবাসী ব্যবসায়ী মুন্না খান। মানিকের অ্যাকশন থ্রিলার ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে হিরো হিসেবে দেখা যাবে তাকে। ছবিটির প্রযোজকও মুন্না খান।
মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে মিশা শওদাগর, মাহিয়া মাহি, শিবা শানু, বড়দা মিঠু ও চিকন আলীসহ আরও অনেককেই দেখা যাবে। অক্টোবরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হতে পারে।
মোস্তাফিজুর রহমান মানিক যুগান্তরকে বলেন, মুন্না খান মিডিয়াতে নতুন নন। অসংখ্য জনপ্রিয় মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন। ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির বাজেট ভালো, গল্প ভালো। আশা করি, মুন্নাকে ভালোভাবেই উপস্থাপন করতে পারব। আমি মনে করি, প্রবীণদের পাশাপাশি নতুনদেরও সুযোগ দেওয়া উচিত। বলতে পারেন, এই ছবিতে সে আমার বাজির ঘোড়।
তিনি আরও বলেন, মিশা সওদাগর, মাহিয়া মাহিকে মুন্নার কথা বলার পর তারা বিষয়টা ভালোবাবেই নিয়েছেন। তারা মুন্নাকে উৎসাহ জুগিয়েছেন। সব ছবিই তো আর প্রিয়তমা হবে না। আমাদের চেষ্টা থাকবে ছবিটাকে ব্যবসা সফল করা। আশা করি, সবাই মিলে আমরা সেটা করে দেখাব।
রূপালী পর্দায় অভিষেক নিয়ে মুন্না খান বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম মিডিয়ায় কাজ করব। সেই স্বপ্নপূরণ হয়েছে প্রায় চার বছর আগে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একশটির বেশি গানে মডেল হয়েছি। গানও লিখেছি পঞ্চাশটির বেশি। ভালো সাড়া পেয়েছি। এবার বড় পর্দায় নিজেকে প্রমাণ করার সময় এসেছে। আশা করি, দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন। শুরুতেই গুণী সব আর্টিস্টদের সঙ্গে কাজ করতে পারছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
মুন্না আরও বলেন, সবাই জানেন কাতারে আমার ব্যবসা রয়েছে। আমি বাইরে থেকে রেমিট্যান্স এনে দেশে বিনিয়োগ করছি। আমার মাধ্যমে মিডিয়ায় অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শ্রদ্ধেয় মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের মতো আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের ঝিমিয়েপড়া সিনেমা ইন্ডাস্ট্রি আবারও জাগতে শুরু করেছে। সবাই মিলে এটা ধরে রাখতে চাই।