Logo
Logo
×

বিনোদন

প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবেন পলাশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম

প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবেন পলাশ

প্রতিমাসে পাঁচজনকে তাবলিগ জামাতে পাঠানোর কথা জানিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে পরিচিত পাওয়া অভিনেতা জিয়াউল হক পলাশ।  

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছের কথা জানান এই অভিনেতা।

পলাশ বলেন, আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন। এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাব। 

সম্প্রতি বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। এরপরই তিনি তাবলিগে জামাতে চলে যান। গত ২৪ আগস্ট তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন পলাশ। 

এ প্রসঙ্গে তিনি বলেন, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম