Logo
Logo
×

বিনোদন

আজব প্রকাশের কবিতা কনসার্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৮:৪৬ পিএম

আজব প্রকাশের কবিতা কনসার্ট

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত হলো আজব প্রকাশের আয়োজনে আজব কবিতা কনসার্টের দ্বিতীয় আয়োজন। এ আয়োজনে তিনটি পর্ব ছিল। প্রথমপর্বে ভালোবাসার কবিতা, দ্বিতীয়পর্বে কবিকণ্ঠে কবিতা ও শেষপর্বে উন্মুক্ত পরিবেশনা।

আজব প্রকাশ থেকে প্রকাশিত কবিতার বইয়ের নয়জন কবির কবিতা নিয়ে অনুষ্ঠিত হয় এ কবিতা কনসার্ট। কবিরা হলেন- তানবীর সাজিব, মাহবুব জামিল পুলক, ফারহান আবিদ, সাকী আহমদ, সুমী নূর, শানারেই দেবী শানু, ফাহিম হাসান, মাহমুদ হোসাইন ও ইথার আখতারুজ্জামান। এছাড়া কবিতা আবৃত্তি করেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী শারমিন নাহার লাকী, আশরাফুল হাসান বাবু ও মাহনুর জাবীন।

আয়োজন প্রসঙ্গে আজব প্রকাশের প্রকাশক জয় শাহরিয়ার বলেন, সবাই গানের কনসার্ট দেখে অভ্যস্ত আমাদের দেশে। সেখানে কবিতার এ কনসার্ট একটা নতুন চিন্তার ফসল। আসলে আমরা এ আয়োজনের মাধ্যমে নতুন কবিদের কবিতা পৌঁছে দিতে চাই কবিতাপ্রেমীদের মাঝে। প্রথম দুই আয়োজনে দারুণ সাড়া পেয়ে আমরা অনুপ্রাণিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম