![‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি’](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/08/18/image-708203-1692356454.jpg)
পরিবারিক ঝামেলা মিটিয়ে এখন থেকে কাজ নিয়েই ব্যস্ত থাকবেন অভিনেতা শরীফুল রাজ। স্ত্রী পরীমনি সঙ্গে তার মান-অভিমানের পর্ব শেষ হয়েছে। তিন মাস পর বুধবার রাতে দুজনের পুনর্মিলন ঘটে। এক ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। দেখা যায় একে অপরকে আলিঙ্গন করতেও।
‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’ দাম্পত্য জীবনের টানাপোড়েনের অবসান নিয়ে এভাবেই বলছিলেন এ অভিনেতা।
রাজ বলেন, এখন থেকে ভালোভাবে কাজের মধ্যেই থাকতে হবে। তাহলে জীবনটা স্বাভাবিক হবে। তাই কাজ নিয়েই থাকতে চাই।
আগামী মাস থেকে নতুন একটা কাজ শুরু করবেন বলে জানালেন রাজ। তবে সেই বিষয়ে বললেন, আপাতত একটি কর্মশালায় ক্লাস করছি। পরে বিস্তারিত বলব।
রাজ বলেন, আল্লাহ আমাদের ফুটফুটে একটা বেবি উপহার দিয়েছেন। তার জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।
তিন মাস ধরে পরীমনির সঙ্গে আলাদা থেকে আসছিলেন রাজ। একমাত্র ছেলে রাজ্যর প্রথম জন্মদিনের আয়োজনেও হাজির হননি তিনি।