স্বাধীনতা দিবসের পোস্ট দিতেই নুসরাতকে ‘চোর’ বলে কটাক্ষ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৪:১০ পিএম

স্বাধীনতার ৭৬তম পূর্তি উপলক্ষ্যে উৎসবে মাতোয়ারা গোটা ভারতবর্ষ। সাড়ম্বরে উদযাপন করলেন টালিউডের তারকারা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় দেশবাসীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান। পরনে সাদা চুড়িদার, সঙ্গে তেরঙ্গা ওড়না। হাতে গেরুয়া-সাদা-সবুজ চুড়ি। স্নিগ্ধ সাজে মুগ্ধতা ছড়ালেন ঠিকই, কিন্তু কটাক্ষ পিছু ছাড়ল না তার।
সদ্য ফ্ল্যাট-দুর্নীতি বিতর্কে নাম জড়িয়েছে তৃণমূলের তারকা এই সংসদ সদস্যের। সেই প্রসঙ্গে টেনেই ট্রল হলেন অভিনেত্রী। তাকে ‘চোর’ তকমা দিয়ে একজন লেখেন, ‘চোরদের আবার স্বাধীনতার শুভেচ্ছা…’।
নুসরাতের সহকর্মী মিমি জাতীয় পতাকা হাতে ছবি দিয়ে ভক্তদের উদ্দেশে লেখেন— ‘জয় হিন্দ…স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’। মিমির পরনে সাদা সালোয়ার, একদম স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন যাদবপুরের তারকা সংসদ সদস্য।
নিজেদের আবাসনের পতাকা তুলে শেয়ার করেন অন্তঃসত্ত্বা শুভশ্রী। ছেলে ইউভান ভিডিও পোস্ট করে জানালেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সাদা পাঞ্জাবি আর পাজামায় সেজেছে খুদে ইউভান। বুকে তেরঙ্গা ব্যাজ। হাতে জাতীয় পতাকা।
বাড়ির ছাদে তোলা পতাকার ভিডিও পোস্ট করে অনুরাগীদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান টালিউড সুপারস্টার জিৎ। পিছিয়ে ছিলেন না তার সহকর্মী-বন্ধু কোয়েল মল্লিকও।