‘দুঃসাহসী খোকা’র পোস্টারে শেখ মুজিবুর রহমান চরিত্রে সৌম্য জ্যোতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনি নিয়ে মুশফিকুর রহমান গুলজার বানিয়েছেন সরকারি অনুদানের সিনেমা ‘দুঃসাহসী খোকা’। এটি মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর। এতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি।
সোমবার বিএফডিসিতে আয়োজিত সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে নির্মাতা গুলজার বলেন, ‘সবাই মিলে যত্ন নিয়ে সিনেমাটি তৈরি করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’
সিনেমার অভিনেতা আমান রেজা, গোলাম ফরিদা ছন্দাসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেতা চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ।