Logo
Logo
×

বিনোদন

‘অসম্ভব’র নিয়ে অরুণার প্রত্যাশা মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৩:২৮ এএম

‘অসম্ভব’র নিয়ে অরুণার প্রত্যাশা মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর

সিনেমায় অভিনয়ে দ্যুতি ছড়িয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। এবার পরিচালনায় পরীক্ষা দেওয়ার পালা অরুনা বিশ্বাসের। নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’ মুক্তির তারিখ ঘোষণা করেছেন তিনি। 

আগামী ২০ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সরকারী অনুদানে নির্মিত এ সিমনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ’সহ অনেকেই। গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। 

তিনি আরও জানান, সরকারিভাবে যে অনুদান দেওয়া হয়েছে তা দিয়ে এ সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি তো বটে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, কাজ করতে গিয়ে সেটিও ছাড়িয়ে গেছে। তবে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী অরুনা বিশ্বাস। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, মুক্তির পর আমার এ সিনেমা নিয়ে গবেষণা হবে। আমি আমার সবকুটু মেধা দিয়ে শ্রম দিয়ে এটি নির্মাণ করেছি। 

একজন শিল্পী হিসেবে অতৃপ্তির জায়গাটা কোথায় সেটা আমি অনুধাবন করতে পারি। যে কারণে সেই অতৃপ্তি যেন না থাকে সেভাবেই সিনেমাটি অনেক শ্রম দিয়ে নির্মাণ করেছি। অভিনয়শিল্পীরা প্রত্যেকেই এক কথায় দারুণ অভিনয় করেছেন। এ কারণেই আমি আরো বেশি আশাবাদী হয়ে উঠেছি।’ সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। তিনি বলেন, ‘এ সিনেমায় অনেক কিছু আছে। একজন অরুনা বিশ্বাস আছেন, একটা ভালো গল্প আছে, সুন্দর অ্যারেঞ্জম্যান্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা-পরিবারের কথা-যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে, গুনী শিল্পীদের সেরাটা দেবার চেষ্টা আছে। দর্শকরা মুগ্ধ হবে, এটা বলতেই এখন পারি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম