Logo
Logo
×

বিনোদন

যে কারণে সিনেমা ছেড়ে দেন শাকিল খান

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৩:০০ পিএম

যে কারণে সিনেমা ছেড়ে দেন শাকিল খান

১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেকের পর বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন একসময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান।শাবনূর, মৌসুমী ও পপির মতো জনপ্রিয় নায়িকার সঙ্গে জুটি হয়ে বহু সিনেমা করেছেন।ক্যারিয়ারের সুসময়ে হঠাৎ আড়ালে চলে যান এই নায়ক। পর্দায় আর ফেরা হয়নি শাকিলের। 

কিন্তু কেন তিনি হঠাৎ সিনেমা জগত থেকে হারিয়ে গিয়েছিলেন জানালেন সেই কথা।  

শাকিল খান বলেন, কোনো অভিমান থেকে না। আমি যে পরিবেশে কাজ শুরু করেছিলাম, পরে সেই পরিবেশ একসময় ছিল না। একটা সময় আমাদের সিনেমার মান নিচে নামতে শুরু করল। সেই সঙ্গে অসুস্থ ধারার ছবি তৈরি শুরু হতে লাগল। তখন নিজেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না।

তিনি বলেন, চাইনি সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষ হয়ে অসুস্থ ধারার ছবিতে নিজেকে জড়াতে। চাইনি রাস্তায় বের হলে মানুষ আমাকে দেখে ধিক্কার দিক। সেই সময়ে অনেক নিম্নমানের অশ্লীল ছবি ব্যাপক হারে হওয়া শুরু হয়। অসুস্থ ধারার ছবিতে জড়াতে চাইনি বলেই সরে এসেছি।

আরও পড়ুন: গোপনে কাকে বিয়ে করলেন রাশমিকা!

তবে সিনেমা জগতের মানুষ হলেও ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখন ফের রাজনীতিতে ফিরে দেশ ও মানুষের কল্যাণে কিছু করতে চান তিনি। আর এ কারণে গণসংযোগও শুরু করেছেন তিনি। 

শাকিল খান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম