Logo
Logo
×

বিনোদন

ভোটের মাঠে নামার ঘোষণা নকুল কুমারের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৯:১৪ এএম

ভোটের মাঠে নামার ঘোষণা নকুল কুমারের

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সুবাদে বেশ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তার গানে উঠে এসেছে সমাজের নানা অসঙ্গতি ও সম্প্রীতির বার্তা। এবার এই শিল্পীই জনসেবায় নেমেছেন মাঠে। জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নকুল  নিজেই।

তার কথায়, বরিশাল-২ আসন থেকে আগামী নির্বাচন করতে চান তিনি। আর এরই মধ্যে প্রচারণাও শুরু করেছেন। যাচ্ছেন মানুষের কাছে। তবে কোন দলের প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত করেননি এই শিল্পী।

নকুল জানান, তার পূর্বসূরি হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের সংসদ সদস্য (এমপি)।

এদিকে মঙ্গলবার ফেসবুকে নকুল তার দীর্ঘ কবিতায় নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন। চেয়েছেন পরামর্শও। কবিতায় তিনি লেখেন—

নির্বাচনি প্রচার শুরু

স্বতন্ত্র প্রার্থী হব নাকি কোনো দলীয় প্রতীক চাইব?

নাকি ও পথে হাঁটব না?

কমেন্ট করে জানাবেন প্লিজ।

ছোট্ট বেলা শুনেছিলাম, বাবা-দাদার কাছে

উজিরপুরে আমরা বংশের বড় অংশ আছে

বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইন

অংশ নিতেন প্রণয়নে সংসদীয় আইন

আজও আছে সাতলা গ্রামে পর্ণকুটির তার

এমন সৎ নীতিবান নেতা জন্মাবে কি আর?

তার জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শির

বললাম, যেথায় থাকো সুখে থেকো কর্মবীর

মোটরসাইকেলযোগে আমায় রিপন আর সৈকত

সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথ

আসল কথা গিয়েছিলাম লাল শাপলার বিলে

শুটিং করব দেশপ্রেমের গান শিল্পীরা মিলে

শুটিং করতে গিয়েই ঘটল এমন অঘটন

সবার দাবি করতেই হবে এবার নির্বাচন

এমপি হরনাথের উত্তরসূরি আমি তাই

সবার দাবি বরিশাল-২ সিটে তোমায় চাই

যদি-হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসে

আপনি কেন পারবেন না তা আমরা তো পাশে

হাজার হাজার বংশীয় ভোট তৈরি তা একদম

মুসলিম সমাজ আপনাকে কি ভালো বাসে কম?

আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজ

পরাণ ভরে করেন দোয়া রাখেন কি তার খোঁজ?

তারই প্রতিফলন দেখব ভোটের খাতাতে

দয়া করে কথাগুলো রাখবেন মাথাতে

হারতার পাড়া হরিভক্ত মতুয়াদের ঝাঁক

জয়হরিবল বলে তাদের দিন না একবার ডাক।

জাতি ধর্ম নির্বিশেষে যার গানের ভক্ত

বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কি শক্ত?

আমি বড় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি তাই

আপনাদের পরামর্শ-উপদেশও আমি চাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম