Logo
Logo
×

বিনোদন

‘আমি সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছি’

Icon

আনন্দনগর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০৯:৫৩ পিএম

‘আমি সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছি’

নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নাম ‘খোয়াব’। এটি পরিচালনা করছেন আবুল খায়ের চাঁদ। নির্মাতা জানিয়েছেন, এটি একটি অ্যানথ্রপলজি সিনেমা। তিনটি গল্প নিয়ে একটি সিনেমা তৈরি হবে। মূল নাম ‘জীবন জুয়া’। প্রতিটির আলাদা পর্ব থাকবে। 

‘খোয়াব’ পর্বে অভিনয় করছেন ববি। তার সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছে আদর আজাদ। এফডিসিতে চলছে এর শুটিং। 

এতে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘এটি একটি সাহিত্যনির্ভর সিনেমা। এতে আমি সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছি। গল্প বেশ দারুণ। আমার বিপরীতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে আদর আজাদ অভিনয় করছেন। কাজটি উপভোগ করছি। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।’

এটি অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে ববি অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। তার মধ্যে রয়েছে ‘ময়ূরাক্ষী’ নামে একটি সিনেমা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম