Logo
Logo
×

বিনোদন

কাকে ‘জুতার বাড়ি’ খেতে বললেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০৯:২৩ এএম

কাকে ‘জুতার বাড়ি’ খেতে বললেন পরীমনি

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজ, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালসহ তিন অভিনেত্রীর ছবি ও ভিডিও ভাইরাল হয় কয়েক দিন আগে। পরে এ নিয়ে কম জল ঘোলা হয়নি। 

প্রকাশিত ছবির বিষয়ে শরীফুল রাজ সুনেরাহকে ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়েছিলেন গণমাধ্যমে। একই কথা বলেছেন সুনেরাহও। তবে এবার সেই হাওয়া অন্যদিকে বইছে। তার প্রমাণ পাওয়া গেল সামাজিকমাধ্যমে পরীমনির একটি পোস্ট কেন্দ্র করেই। 

বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনি নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে স্বামী রাজের ‘ভালো বন্ধু’ সুনেরাহর প্রসঙ্গও টেনে এনেছেন তিনি।

পরীমনি লিখেছেন, ‘একজন যে সেদিন বন্ধু বন্ধু বলতে বলতে হারিয়ে গেল! বন্ধুদের বন্ধুত্বের ব্যাখ্যা নিয়ে এত বড় এক রচনা লিখে ভরিয়ে দিল তার ফেসবুকের ওয়াল!’

তিনি আরও লেখেন, ‘তো, দুদিন আগে সেই লোকের সেদিনের দাবি করা বন্ধুদের একজন এসে সেই চেয়ারে বসেই কেলিয়ে কেলিয়ে বলে গেলেন, তার নাকি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধুই নেই!’

এ নায়িকা লেখেন, ‘সুন্দর না? বন্ধু কি সেটি উনি জানেন তার মানে। যাকে তাকে, যা তা উনি বন্ধু বলে চালিয়ে যাননি। লাভ ইউ মেয়ে।’
 
পোস্টের একেবারে শেষে পরী লেখেন, ‘ছ্যাচরা ছেমরা নেহ জুতার বাড়ি খা।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমনি ও শরীফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান। যার নাম রাজ্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম