Logo
Logo
×

বিনোদন

সেই অঞ্জনার রহস্য নিয়ে যা বললেন মনির খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১০:১৭ এএম

সেই অঞ্জনার রহস্য নিয়ে যা বললেন মনির খান

ফাইল ছবি

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ‘অঞ্জনা’ শিরোনামে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন। অন্যান্য গানের মতো এই শিরোনামের গানগুলোও শ্রোতাদের হৃদয় কেড়েছে। দুঃখ ও রোমান্টিক থেকে শুরু করে প্রায় সব ধরনের গানেই কণ্ঠ দিয়েছেন তিনি। তবে অধিকাংশ অ্যালবাম এবং স্টেজ শো-তে ‘অঞ্জনা’ শিরোনামে গান গেয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

লাইভ টেলিভিশন শো এবং স্টেজ শো করতে গেলে ‘অঞ্জনা’ শিরোনামে গান গাওয়ার অসংখ্য অনুরোধ থাকে মনির খানের কাছে। শ্রোতাদের সবার অনুরোধও রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু অজান্তেই মনের কোনে প্রশ্ন থেকে যায়—কে এই ‘অঞ্জনা’? সম্প্রতি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি খোলা বার্তা লিখেছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী মনির খান।

ফেসবুকের ভেরিফায়েড পেজে এ গায়ক লিখেছেন, ‘অঞ্জনা..., পাশার দান ঘুরে যায় একদিন, অন্যের প্রতি যে অন্যায় আচরণকে কখনো অন্যায় মনে হয় নাই, সেই একই আচরণ যখন নিজের সঙ্গে হলো, আত্ম-উপলব্ধিটা চলেই এলো তোমার ভেতর! এখন অভিযোগও করতে পারছ না। কারণ যে হাত রক্তমাখা, সেই হাত দিয়ে কি খুনের সাধারণ ডায়েরি লেখা যায়? আবার ক্ষমাও চাইতে পারছ না। কারণ অনেক বেশি দেরি হয়ে গেছে, আফসোস! খুব নীরবে প্রায়শ্চিত্তের রাস্তা খুঁজে নিতে হচ্ছে তোমাকে।’

তিনি লিখেছেন, ‘অনেকে বলে ‘কারমা’ কিংবা প্রকৃতির প্রতিশোধ, আসলে ওসব কিছু না। এটা বোধ হয় স্বাভাবিক নিয়মে জীবনের মোড় ঘুরে যাওয়া। ইউটার্ন নিলেই যেমন বাম আর ডান উল্টে যায়; অমন করে উল্টে যায় চিন্তা, বোধ, বিচার, বিবেক আর গলার সুর। অথচ রাস্তার ওপাশে থেকে এপাশের কথা একটু ভাবলেই হয়তো বহুকাল আগের সেই অন্যায়টা হতো না।’

সবশেষ এ গায়ক লিখেছেন, ‘হয়তো তোমাকে এক বিন্দু প্রায়শ্চিত্তও করতে হতো না। হয়তো কারও জীবন আরেকটু সুন্দর হতো। হয়তো ভয়াবহ তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে কাউকে বাঁচতে হতো না। হয়তো স্রষ্টার দুয়ারে জমা হওয়া কারও করুণ আর্তি মর্ত্যের বুকে তোমার জন্য অভিশাপের বৃষ্টি হয়ে নেমে আসতো না।’

‘অঞ্জনা’কে নিয়ে ভক্ত-শ্রোতাদের আগ্রহ এবং রহস্য থাকায় চলতি বছরের এপ্রিলে এক সন্ধ্যায় রাজধানীর পার্ল হোটেলে ‘কী বাঁধনে বেঁধেছো আমায়’ শিরোনামে একটি অনুষ্ঠানে কথা বলেন মনির খান। সেই সময় তিনি বলেন, ‘এ বিষয়ে গানে গানেই সব বলা হয়েছে। গান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান বা শোয়ে অনেক বলেছি।’

‘আমার প্রায় সব অ্যালবামেই একটি করে অঞ্জনা নামে গান রয়েছে। গানগুলো তো এমনি এমনি করা হয়নি। সব অ্যালবামে একজন মানুষকে নিয়ে গান করা, এর পেছনে তো অবশ্যই কারণ রয়েছে (হাসতে হাসতে)।’
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়ক প্রশ্নের জবাব দিলেও অবশ্য কিছুটা রহস্য থেকে যায়। তবে শ্রোতাদের জন্য সুখবর হচ্ছে, প্রতি বছর জানুয়ারির শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন মনির খান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম