আশা ছাড়েননি মাহি, এমপি হতে এলাকায় গণসংযোগ
বিনোদন প্রতিবেদন
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১২:০২ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে নির্বাচনি প্রচার ও গণসংযোগ শুরু করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ভ্রাম্যমাণ গম্ভীরা গানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছেন।
আর এ কারণে গত দুই সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৬ ইউনিয়ন, দুই পৌরসভা। প্রতিটি ইউনিয়নের আনাচে-কানাচে যাচ্ছেন মাহি। নিচ্ছেন সাধারণ মানুষের খবরাখবর।
এ বিষয়ে মাহি গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করছি। তা ছাড়া প্রতি দুই ইউনিয়ন মিলে একটা করে অনুষ্ঠানের আয়োজন করছি। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ভালো-মন্দ জানার চেষ্টা করছি। তারাও আমাকে পেয়ে অনেক খুশি। এ যেন এক অন্য রকম ভালো লাগা, ভালোবাসায় নিজেকে নিয়োজিত করেছি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া। এর আগে চলতি বছরের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন তিনি। কিন্তু পাননি। তবে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও হাল ছাড়ছেন না তিনি। । আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন তিনি। বর্তমানে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ঢাকাই সিনেমার এ চিত্রনায়িকা।
এদিকে মাতৃত্বকালীন বিরতির পর কাজে ফিরতে যাচ্ছেন মাহি। জাতীয় পুরস্কার পাওয়া মুস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমেই ফিরবেন তিনি।