Logo
Logo
×

বিনোদন

আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন সিনিয়ররা: ওমর সানী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৯:০৬ এএম

আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন সিনিয়ররা: ওমর সানী

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সিনেমা থেকে দূরে থাকলেও ব্যস্ততার শেষ নেই তার। পরিবার ও ব্যবসা নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন এ তারকা।

পর্দা থেকে আপাতত দূরে থাকলেও সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় ওমর সানী। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন, সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং ক্যারিয়ার সম্পর্কিত  কথা বলতে দেখা যায় তাকে। এবার এক পরামর্শ দিতে দেখা গেল তাকে।

বুধবার রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘ঈদ গেছে, এবার আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন আমাদের সিনিয়ররা।’

‘রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানী, বাপ্পারাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরীদি–এইভাবে সারা বছর আমাদের সিনেমা চলত।’

এ নায়ক আরও লেখেন, ‘এক ঈদের স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’

১৯৯২ সালে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল ওমর সানীর। নূর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবার মৌসুমীর বিপরীতে অভিনয় করেন ওমর সানী। নায়কের ভূমিকার পাশাপাশি খলনায়ক হিসেবেও দেখা গেছে এই অভিনেতাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম