Logo
Logo
×

বিনোদন

‘কঙ্গনা সব কিছুতে নাক গলায়, ওকে আমি পাত্তা দিই না’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০২:১২ পিএম

‘কঙ্গনা সব কিছুতে নাক গলায়, ওকে আমি পাত্তা দিই না’

স্বামীর পরিচয়ে বেঁচে থাকতে আত্মসম্মানে বাধছিল আলিয়া সিদ্দিকির। হয়তো এ কারণেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন অভিনেত্রী।

নওয়াজ-আলিয়ার কলহ নিয়ে মন্তব্য করেছিলেন বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রানাউত। যে কারণে তার ওপর বিরক্ত হন আলিয়া। 

তিনি বলেন, কঙ্গনাকে আমি পাত্তা দিই না। ওকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। সব ব্যাপারেই ও নাক গলায়, সব কিছু নিয়েই কথা বলে। আমার তো মনে হয়, ওর কথার কোনো মানে নেই।

আলিয়ার দাবি বিশেষ স্বার্থে নওয়াজের পাশে দাঁড়াচ্ছেন কঙ্গনা। তিনি বলেন, আমার জীবনে কঙ্গনার কোনো গুরুত্ব নেই। কঙ্গনা ছাড়া আর কেউ তো কিছু বলছে না। কঙ্গনাকে বলতে হচ্ছে ‘টিকু ওয়েডস শেরু’ ছবির জন্য। নওয়াজ় অভিনীত এই ছবির প্রযোজক কঙ্গনা। ওকে তো ছবিটাকে বাঁচাতে হবে। ভুলভাল কথা বলার জন্যই ওকে সবাই চেনে। 

এর আগে আলিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে দাবি করেছিলেন যে, নওয়াজের বাড়িতে তিনি হেনস্থার শিকার হন। এরপর নওয়াজ বলেন, আমাকে খারাপ লোক বলে প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

তখন নওয়াজের পক্ষ নিয়ে কঙ্গনা বলেন, এটার দরকার ছিল। চুপ করে থাকলে সব সময় শান্তি পাওয়া যায় না। আমি খুশি যে আপনি মুখ খুলেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম