Logo
Logo
×

বিনোদন

সমীরের বিরুদ্ধে ‘জবানবন্দি দেবেন’ শাহরুখ-আরিয়ান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৯:৫৯ পিএম

সমীরের বিরুদ্ধে ‘জবানবন্দি দেবেন’ শাহরুখ-আরিয়ান

শাহরুখ-আরিয়ান ছবি: সংগৃহীত

চলতি বছর মে মাসের মাঝামাঝি ঘুসের জন্য সমীর ওয়াংখেড়ে, আশীষ রঞ্জন, বিশ্ব বিজয় সিং ও আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে সিবিআই। সেই মামলায় শাহরুখ ও তার ছেলে জবানবন্দি দিতে পারেন বলে হিন্দুস্থান টাইমস জানিয়েছে।

আরিয়ানকে মাদককাণ্ডে না ফাঁসানোর শর্তে ওয়াংখেড়ের নির্দেশে অভিযুক্ত কিরণ গোসাভি ও সানভিল ডি সুজা শাহরুখের কাছ থেকে ২৫ কোটি রুপি হাতাতে চেয়েছিলেন। হিন্দুস্তান টাইমসকে এ কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক কর্মকর্তা। 

২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের এক প্রমোদতরীর পার্টি থেকে গ্রেফতার হন আরিয়ান। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবির জোনাল হেড সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে আরিয়ান খানসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছিল।

তবে আরিয়ানকে ফাঁসাতে সেই কাজ করা হয়েছিল বলে অভিযোগ ওঠার পর সমীরের বিরুদ্ধে শুরু হয় সিবিআইর তদন্ত।

সমীর বলেন, মামলা চলাকালীন শাহরুখের সঙ্গে তার কোনো আলাপই হয়নি। তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। 

সম্প্রতি আত্মপক্ষ সমর্থনে মুম্বাই হাইকোর্টে একটি আবেদন করেন সমীর। সেখানে তিনি বলেছেন, প্রতিশোধের বশে সিবিআই তাদের হেনস্তা করার চেষ্টা করছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম