Logo
Logo
×

বিনোদন

১১ বছর পর বাবা হলেন আরআরআর অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৭:২৮ পিএম

১১ বছর পর বাবা হলেন আরআরআর অভিনেতা

বিয়ের ১১ বছর পর বাবা হলেন দক্ষিণের তারকা রামচরণ। মঙ্গলবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে একটি ফুটফুটে মেয়ের জন্ম দেন স্ত্রী উপাসনা। হাসপতালের বুলেটিনে জানানো হয়, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর জানায়।

অবশ্য সপ্তাহখানেক আগেই পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন আরআরআর অভিনেতা রামচরণ। দীর্ঘদিন পর এমন খুশির খবরে একটি গান বানিয়ে ফেলেছেন অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক কলা ভৈরব। ভক্তদের শুভেচ্ছায় সিক্ত তারকা দম্পতি।

মাত্র কয়েক মাস আগেই উপাসনা বলেছিলেন, বিয়ের পর বাচ্চা নেওয়াটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখনই সন্তান চাই না আমরা। আমার সন্তান হওয়া নিয়ে ভয় রয়েছে। আমি এখন ওজন ঝরাচ্ছি।

সন্তান না চাওয়ার কারণ হিসেবে গত বছর তিনি জানিয়েছিলেন, তার উদ্দেশ্য জনসংখ্যা নিয়ন্ত্রণ। ২০১২ সালের ১৪ জুন বিয়ে করেন রামচরণ-উপাসনা। যাই বলুক, এতদিন পর এ সুখবরে খুশির বন্যা বয়ে যাচ্ছে তাদের পরিবারে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম