Logo
Logo
×

বিনোদন

‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির দুসপ্তাহে আয় কত?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৯:২৪ পিএম

‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির দুসপ্তাহে আয় কত?

২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জারা হটকে জারা বাঁচকে’। লক্ষ্মণ উতরেকার পরিচালিত জারা হটকে জারা বাঁচকের মুখ্য চরিত্রে ছিলেন ভিকি কৌশল এবং সারা আলি খান। ছবির প্রচারে ঢালাও খরচ করেছেন নির্মাতারা। দেশের ছোটবড় শহরে দৌড়ে বেড়িয়েছেন দুই অভিনেতা।

দুই সপ্তাহে মোট ৬৩ কোটি টাকা আয় করেছে এ সিনেমা। তবে টার্গেট ১০০ কোটিতে পৌঁছাতে পারে কিনা- এ নিয়ে দ্বিধা কাটছে না। কারণ গত দুসপ্তাহে তাদের কোনো প্রতিযোগিতার মুখে পড়তে হয়নি। প্রেক্ষাগৃহে চলছে ‘আদিপুরুষ’। প্রভাস-কৃতির সঙ্গে টিকবেন তো ভিকি-সারা?

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সিনেমা নিয়ে টুইট করেছেন- ‘জারা হটকে জারা বাঁচকে সপ্তাহে একটি স্বাস্থ্যকর স্কোর তুলেছে… সপ্তাহের মাঝের দিনগুলিতেও ক্লান্তি বা মন্থরতার কোনো লক্ষণ দেখায়নি… হিট…। শুক্রবার ৩.৪২ কোটি টাকা, শনিবার ৫.৭৬ কোটি টাকা, রোববার ৭.০২ কোটি টাকা, সোমবার ২.৭০ কোটি টাকা, মঙ্গলবার ২.৫২ কোটি টাকা, বুধবার ২.২৫ কোটি টাকা, বৃহস্পতিবার ১.৯৮ কোটি টাকা। মোট ৬৩ কোটি টাকা। ইন্ডিয়া বিজ (ব্যবসা) বক্স অফিস।’

জারা হটকে জারা বাঁচকে তার প্রথম সপ্তাহে ৩৭.৫৫ কোটি টাকা উপার্জন করেছে এবং দ্বিতীয় সপ্তাহে ২৫.৬৫ কোটি টাকা, ভালো ব্যবসা করেছে। 

ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওর সহ-প্রযোজিত, জারা হটকে জারা বাঁচকেতে আরও অভিনয় করেছেন ইনামুল হক, সুস্মিতা মুখার্জি, নীরজ সুদ, রাকেশ বেদী এবং শরীব হাশমি।

এবার সারা-ভিকির সিনেমা মুখোমুখি হবে আদিপুরুষ-এর। যেখানে রামের চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন এবং রাবণের চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। তরণ আদর্শ তার টুইটে জানিয়েছেন, জারা হটকে জারা বাঁচকের স্কিনের সংখ্যা যথেষ্ট কমেছে। ফলে কমবে আয়ও চলতি সপ্তাহ থেকে। 

বক্স অফিসে রিপোর্ট ছিল, ৪.৭ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল অগ্রিম শুধু মাল্টিপ্লেক্সেই। তরণই টুইট করেছিলেন- 'জাতীয় চেনে আদিপুরুষ ছবির অ্যাডভান্স বুকিং স্ট্যাটাস। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত প্রথম সপ্তাহের জন্য পিভিআর আর আইনক্সে মোট ৪,৭৯,৮১১টি টিকিট বিক্রি হয়েছে। সিনেপলিসের তথ্য এখনও পাওয়া যায়নি। বক্স অফিসে যেন সুনামি আছড়ে পড়েছে।'

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম