আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। এর মাধ্যমে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন পরিচয়ে পথচলা শুরু করেছেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে।
পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন রোজিনা। তার সঙ্গে জুটি বেঁধেছেন ইলিয়াস কাঞ্চন। নায়ক-নায়িকা হিসাবে রয়েছেন নিরব ও অর্চিতা স্পর্শিয়া। মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার নিজস্ব স্মৃতি ও ভাবনা থেকেই এ সিনেমার গল্পের পটভূমিত তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘ফিরে দেখা হচ্ছে আমার স্বপ্নের সিনেমা। অনেকদিন ধরেই এটি নিয়ে পরিশ্রম করছি। মুক্তিযুদ্ধের পটভূমি থেকে তৈরি হলেও এটি একেবারেই ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি করেছি। আমার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখুন। বাংলা সিনেমাকে উৎসাহ দিন।’
এতে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, ‘রোজিনা আপা আমাদের সিনেমার কিংবদন্তি। তার প্রথম পরিচালনায় আমাকে নিয়ে কাজ করেছেন, এজন্য তার প্রতি কৃতজ্ঞ। ভালো কাজ করেছেন তিনি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখে দর্শক ভিন্ন একটি গল্পের স্বাদ পাবেন।’ স্পর্শিয়া বলেন, ‘রোজিনা আপার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।’