Logo
Logo
×

বিনোদন

আইফোন চাওয়ায় ভক্তকে যা বললেন সোনু সুদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১১:৩৫ এএম

আইফোন চাওয়ায় ভক্তকে যা বললেন সোনু সুদ

বলিউড অভিনেতা সোনু সুদের কাছে আইফোন চাইলেন এক ভক্ত। গত ১৩ জুন ২০ মিনিটের জন্য অনুরাগীদের সঙ্গে টুইটারে আড্ডা দিতে এসেছিলেন সোনু। সেই আড্ডাতেই এই কাণ্ড ঘটে তার সঙ্গে। খবর ইন্ডিয়া টুডের। 

অনুরাগীর আইফোন চাওয়ার কথা সোনু নিজেই টুইটারে জানিয়েছেন। গত ১৩ জুন ২০ মিনিটের জন্য অনুরাগীদের সঙ্গে টুইটারে আড্ডা দিচ্ছিলেন সোনু। এমন আড্ডায় মাঝেমধ্যেই বসেন বলিউডের তারকারা। তাতে অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয় তাদের।

সোনুর এমন আড্ডায় অনেকে নিজেদের সমস্যার কথা জানান অভিনেতাকে। অভিনেতা যথাসাধ্য সাহায্য করার চেষ্টাও করেন তাদের। 

১৩ জুনের আড্ডায় পুষ্পক নামে এক টুইটার ব্যবহারকারী হঠাৎই সোনুর আইফোন চেয়ে বসেন। সোনুকে তিনি লেখেন, ‘স্যার একটা আইফোন ১৪ প্রো ম্যাক্স দেবেন?’ 

সোনু এই আবদারের জবাবও দেন। তিনি পাল্টা লেখেন— ‘সঙ্গে কত টাকার রিচার্জ করিয়ে দেব সেটাও বলবে?’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম