Logo
Logo
×

বিনোদন

অল্পের জন্য বেঁচে গেলেন অভিনেত্রী স্নেহাল রাই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৭:৩৮ পিএম

অল্পের জন্য বেঁচে গেলেন অভিনেত্রী স্নেহাল রাই

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্নেহাল রাই। তবে প্রাণে বেঁচে গিয়েছেন অভিনেত্রী ও তার গাড়িচালক। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুম্বাই থেকে পুণে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

খবরে জানানো হয়, মুম্বাই থেকে পুণের পথে যাচ্ছিলেন অভিনেত্রী। এসময় অভিনেত্রীর গাড়িকে চাপা দেয় একটি ট্রাক। তবে ড্রাইভার ভয় না পেয়ে তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে প্রাণ রক্ষা করেন। এর ফলে গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বাঁচেন স্নেহাল ও তার গাড়িচালক।

স্নেহাল রাই বলেন, কীভাবে কী ঘটল, তা এখনও যেন ঠিক বুঝে উঠতে পারছি না। চালকের উপস্থিত বুদ্ধি, আর সাহসের কারণেই এ যাত্রায় বেঁচে গিয়েছি।

প্রসঙ্গত, ‘ইশক কা রং সাফেদ’, ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘পারফেক্ট পতি’ এবং ‘ভিশ’ এর মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন স্নেহাল। আর তাই টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ তিনি। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম