আমার ইনবক্স দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন: জায়েদ খান
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৬:০৬ পিএম
![আমার ইনবক্স দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন: জায়েদ খান](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/06/05/image-682711-1685966815.jpg)
দেশের বিনোদনপাড়ায় প্রায়সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন চিত্রনায়ক জায়েদ খান। এই অভিনেতার ব্যাচেলর লাইফ ও বিবাহ নিয়ে ভক্তদের আগ্রহ ও প্রশ্নের শেষ নেই।
সম্প্রতি জায়েদ খান জানিয়েছেন, মেয়েদের কাছে নিজের ‘অবিবাহিত’ ইমেজ ধরে রাখার জন্যই বিয়ে করছেন না তিনি।
জায়েদ বলেন, বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম। এ জন্য একটু সময় নিচ্ছি। বিয়ে করলে অনেকের মন ভেঙে যাবে আমি জানি। ইনবক্সে (ফেসবুক মেসেঞ্জার) সবাই বলতে থাকে প্লিজ এভাবে থাকেন, বিয়ে করবেন না।
মেয়ে ভক্ত প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আমার ইনবক্স ভর্তি লাভ ইউ টেক্সট। আমার ম্যাসেঞ্জার বক্স দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন। সারাদিন আপনার মাথা ঘুরতে থাকবে যে কী হয় আমার ম্যাসেঞ্জার বক্সে।
তিনি আরও জানান, চারপাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকিয়ে থাকেন। তাদের সৌন্দর্য উপভোগ করতে আনন্দ পান।
জায়েদ বলেন, আর আমার চোখ শুধু ঘোরে। সুন্দরী দেখলে ভালো লাগে, তাকাই। ঠিক আছে এই সৌন্দর্য-প্রিয়তা চলতে থাকুক। যখন আল্লাহ যখন লিখে রেখেছেন, তখন বিয়ে হবে। আপনাদের জানিয়ে ঘটা করেই বিয়ে করব।