
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:২৫ এএম
এবার ময়মনসিংহে সোনার বাংলা সার্কাস ব্যান্ডের একক কনসার্ট

সাংস্কৃতিক প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৩, ১১:০১ পিএম

আরও পড়ুন
বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’। আগামী শুক্রবার ময়মনসিংহ অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তন টাউন হলে তাদের একক সিরিজ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ নামে এই লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়, শেষ হবে রাত ৯টায়।
এটি মূলত তাদের ব্যাপক সাড়া জাগানো কন্সেপ্টচ্যুয়াল অ্যালবামের ‘হায়েনা এক্সপ্রেস’ লাইভ পারফরম্যান্স। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহের পর এই সিরিজ একক কনসার্ট অনুষ্ঠিত হবে দেশের অন্যসব বিভাগীয় শহরেই।
ব্যান্ডের সদস্যদের মতে, কোনো ব্যান্ডকে ভালো মতো চেনার উপায় তাদের অ্যালবাম ও একক কনসার্ট। সাধারণত আমাদের দেশে যেমন ধরনের দলগত কনসার্ট হয় সেখানে সময়ের স্বল্পতা থাকে স্বাভাবিকভাবেই, যার ফলে যারা ব্যান্ডকে ভালোবাসে তারা অতৃপ্ত থেকে যায়, এই কারণে আমাদের নিজস্ব উদ্যোগে এই কনসার্টের আয়োজন। ধীরস্থিরভাবে ব্যান্ড দীর্ঘ সময় নিয়ে সব গান দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করতে পারে, আর যেহেতু ওই ব্যান্ডের গানপ্রেমীরাই সব সেখানে থাকবে তাই কোনো ধরনের অস্থিরতা ছাড়াই গান পরিবেশন করা যাবে।
কনসার্টে যারা উপস্থিত থাকবেন তারা কেবলমাত্র পুরো অ্যালবামের গানগুলোই লাইভ দেখবেন না বরং তারা অনুভব করতে পারবেন সার্কাস।
এই কনসার্টে থাকবে হায়েনা এক্সপ্রেসের সব গান, সঙ্গে আনপ্লাগড গান, কবিতা ও জোকারদের পারফর্মিং আর্ট। মোট তিন ঘণ্টার কনসার্ট। একক এই কনসার্টের পারফরম্যান্স থেকে শুরু করে লাইট ডিজাইন কিংবা ভিডিও প্রজেকশন, সব কিছুতেই থাকবে চমক। যেটাকে ব্যান্ডের ভাষায় কন্সেপ্টচ্যুয়াল কনসার্ট বলা হচ্ছে।
এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন (www.sbctour.live) এবং অফলাইনে। টিকিটের সকল তথ্য পাওয়া যাবে ব্যান্ডের অফিশিয়াল পেজে।